আ.লীগের সম্মেলনে ছিলেন সোহেল তাজ

একাত্তরলাইভডেস্ক: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।শনিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।সম্মেলনকে ঘিরে কয়েক দিন ধরে আলোচনার শীর্ষে আছেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একমাত্র ছেলে সোহেল তাজ। সম্মেলনে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।সোহেল তাজকে গাজীপুর থেকে কাউন্সিলর করা হয়েছে। সোহেল তাজের ঘনিষ্ঠরা জানান, গত বুধবার ভোরে তুর্কি এয়ারলাইনসের একটি বিমানে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন সোহেল তাজ। ঢাকায় নেমে তিনি তার বড় বোন সিমিন হোসেন রিমি এমপির বারিধারার বাসায় ওঠেন।সূত্র আরো জানায়, সোহেল তাজ আওয়ামী লীগের নীতিনির্ধারকদের গ্রিন সিগন্যাল ও জরুরি তলব পেয়ে দেশে ফেরেন।এর আগে গত ২৪ জানুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সোহেল তাজ।