একাত্তরলাইভডেস্ক: রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধে আশরাফুল ইসলাম ওরফে রুবেল (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।শনিবার সকাল ৮টার দিকে তানোর উপজেলার মুণ্ডুমালা ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।আশরাফুল ইসলাম মুণ্ডুমালা পৌরসভার গৌরাঙ্গপুর গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে। এ ঘটনায় প্রতিবেশী মোনতাজ আলী (৫৫) ও তার ছেলে আবদুল্লাহ ওরফে বাবুকে (৩০) আটক করেছে পুলিশ।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, আবদুর রশিদ মাস্টারের সঙ্গে মোনতাজ আলীর জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সকালে মুণ্ডুমালা ঈদগাহ মাঠের সামনে আবদুর রশিদের ছেলে রুবেলকে একা পেয়ে মোনতাজের ছেলে বাবু ও তার জামাতা আতাউর রহমান তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো বলেন, এ ঘটনার পর মোনতাজ ও তার ছেলেকে আটক করা হয়েছে।
তানোরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২

October 22, 2016