সহ-অভিনেতাদের প্রতি আকর্ষণ বোধ করিনি : সোনম

বিনোদন ডেস্ক : স্পষ্টবাদী তারকা হিসেবে বলিউডে পরিচিতি রয়েছে অভিনেত্রী সোনম কাপুরের। নিজের সম্পর্কে মাঝে মধ্যে এমন কিছু বলেন যা অন্যরা বলতে সাহস করেন না।সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, সহ-অভিনেতাদের সঙ্গে তিনি সেক্স করেন না কারণ, তিনি তাদের প্রতি কোনো আকর্ষণবোধ করেন না।মিউজিক অ্যাপ ‘সাভান’-এ পডকাস্ট শো ‘নো ফিল্টার নেহা’তে কথাগুলো বলেন সোনম।শোয়ে সোনমের বর্তমান ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ কী তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সিঙ্গেল এবং কখনই কোনো সহ-অভিনয় শিল্পীর সঙ্গে ডেট করিনি। তারা সবাই অসাধারণ কিন্তু আমি সব সময় সিনেমা নিয়ে কথা বলতে পছন্দ করি না। এছাড়া আমি আমার সহ-অভিনয় শিল্পীদের প্রতি কখনো আকর্ষণ বোধ করিনি। আমি তাদের সঙ্গে কখনই সেক্স করিনি এজন্যই তাদের সঙ্গে আমার রসায়নটা সব সময়ই ভালো হয়।’অভিনেত্রী নেহা ধুপিয়ার সঞ্চালনায় এই ‘নো ফিল্টার নেহা’ শোটি এরই মধ্যে বলিপাড়ায় বেশ সাড়া ফেলেছে। এর প্রথম পর্বে উপস্থিত ছিলেন করণ জোহর। সেখানে ২৬ বছর বয়সে নিজের কুমারত্ব হারানোসহ বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন করণ। নেহার শোয়ে তারকাদের এমন কিছু প্রশ্ন করা হয়, আগে যে প্রশ্নগুলোর সম্মুখীন হননি তারা।