আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় আলোচিত শিক্ষিকা শারমিন হত্যার ৫ম মৃত্যু বার্ষিকীতে নিহতর পরিবার ও শিক্ষক শিক্ষিকাদের অংশগ্রহনে আদালতের ফাঁসি রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে নিহত স্কুল শিক্ষিকা শারমিন জাহান সুমু’র বাবা সরদার শাহজাহান ও স্বামী সেনা সদস্য মো. সোহেল তালুকদার অভিযোগে বলেন, ২০১১ সালের ১২অক্টোবর স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকা শারমিনকে স্থানীয় যুবলীগ নেতা আবুল মোল্লা উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। স্বরাস্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল ওই সময় ‘চা ল্যকর হত্যা মামলা’ হিসেবে মামলাটি মনিটরিং করেন। ফলে ২০১২ সালের ১০জানুয়ারি বিজ্ঞ আদালত ঘাতক আবুলের ফাঁসির দণ্ডাদেশের রায় প্রদান করেন। ওই রায়ের বিরুদ্ধে আসামীপক্ষ মহামান্য হাই কোর্টে আপিল করলে গত পাঁচ বছরেও মামলাটি শুনানীর জন্য কার্য তালিকায় আসেনি। নিহতর পরিবারের স্বজনেরা মাননীয় প্রাধানমন্ত্রী ও প্রধান বিচারপতির দৃষ্টি কামনা করে মামলাটি শুনানীর জন্য কার্য তালিকায় রাখার জোর দাবি জানান। মানববন্ধনে নিহত শারমিনের মামা গোলাম কবির, গোলাম ফারুক, গোলাম ফেরদৌস, শ্বশুর পরিবারের সদস্যগনসহ স্কুল শিক্ষক ও শিক্ষিকাগন উপস্থিত ছিলেন। এছাড়াও শারমিনের নিজ বাড়ি কালুপাড়া গ্রামে দিনব্যাপী কোরআন খতম ও দুপুরে মিলাদের আয়োজন করেছেন। অনুষ্ঠানে তার সহকর্মীসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
আলোচিত শিক্ষিকা শারমিন হত্যার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন
October 13, 2016