লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

একাত্তরলাইভডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার দেলোয়ার হোসেন রাজন নিহত হয়েছে। আজ সোমবার ভোররাতে উপজেলার উত্তর কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রাজন ওই গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, রোববার রাত ১০টার দিকে ডাকাত সর্দার রাজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে নিয়ে ভোররাতে উত্তর কেরোয়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে রাজনের সহযোগী ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে রাজন আহত হন। প্রথমে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো বলেন, সম্প্রতি সিলেট রেঞ্জ পুলিশের আরআরএম কমান্ডেট (এসপি) মাহমুদুর রহমান সেলিম (বিপিএম) এর রায়পুরের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ছিল রাজন।