তাহমিদের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ

একাত্তলাইভ ডেস্ক: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় সন্দেহভাজন তাহমিদ হাসিব খানের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, এ কারণে তাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।মনিরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য বিচার বিশ্লেষণ করা হয়েছে, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে কেন ওখানে ছিল, কি করেছে, তার সব কিছু নিশ্চিত হওয়া গেছে। সেও অনেক তথ্য দিয়েছে।’১ জুলাই রাতে গুলশানে হলি আর্টিজানে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র জঙ্গিরা। পরে সেখানে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। হলি আর্টিজানে হামলার ঘটনার দিন সকালে দেশে ফেরেন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ হাসিব খান। তিনি সে রাতে ওই রেঁস্তোরায় গিয়েছিলেন। পরদিন সকালে কমান্ডো অভিযানে যারা উদ্ধার পান তাদের একজন তাহমিদ। উদ্ধারকৃতদের মধ্যে যে কয়জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে তাহমিদও ছিলেন। রোববার রাতে কারাগার থেকে তিনি ছাড়া পান।