অনলাইন ডেস্ক: সাড়ে তিন মাস আগে যখন দেখা হয়েছিল দুই প্রতিপক্ষের, শেষ হাসি ছিল লিওনেল মেসির মুখে। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে প্রথমবার ট্রফি উপহার দিয়েছিলেন পিএসজি তারকা।বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ফের দেখা হচ্ছে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। এবার লড়াই ২০২২ কাতার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের দ্বৈরথে। যে দৌড়ে ইতোমধ্যে মূল পর্বে ওঠার ছাড়পত্র আদায় করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মূলপর্বে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনার প্রয়োজন আর একটি জয়ের। তাহলেই স্বস্তি। লিওনেল স্কালোনির দল ঘরের মাঠে সেই ম্যাচে ব্রাজিলকে হারিয়েই স্মরণীয় করে রাখতে চায় মূলপর্বে ওঠার মূহূর্তকে।গত তিন দিন ধরে যে প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া ছিলেন আর্জেন্টিনার ভক্তরা, সোমবার সেই ধাঁধার সমাধান করে দিয়েছেন কোচ স্কালোনি। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, স্পষ্ট করে বলে দেওয়াই ভালো যে, ব্রাজিলের বিরুদ্ধে শুরু থেকেই লিওনেল মেসি খেলবে। চোটের জন্য ওকে উরুগুয়ে ম্যাচে আমরা ব্যবহার করতে চাইনি। মেসি নিজেই জানিয়েছে সম্পূর্ণ চোটমুক্ত। ফলে ওকে সামনে রেখেই এই মর্যাদার ম্যাচ জিতে মাথা উঁচু করে মাঠ ছাড়তে চাই। তবে জাতীয় দলের জার্সিতে মেসি ও নেইমারের লড়াই দেখার সম্ভাবনা ভেস্তে গেল। আর্জেন্টিনা অধিনায়কের শুরুর একাদশে ফেরার ঘোষণা আসার কয়েক ঘণ্টা পরই জানা গেল, ম্যাচটি খেলছেন না নেইমার। ঊরুতে ব্যথা অনুভব করায় বিশ্রামে রাখা হয়েছে ব্রাজিল তারকাকে। সোমবার রাতে দলটির পক্ষ থেকে বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ভোর হলেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ
November 16, 2021