অনলাইন ডেস্ক : দেশের বিভাগী তিনটি মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এসেছে। প্রতিদিনের সংবাদের ব্যুরো চিফদের পাঠানো তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজে ৯, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৯ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন মিলে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে।
রাজশাহীতে ৯ জনের মৃত্যু : রাজশাহীতে শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ৪ জন, উপসর্গ নিয়ে ৫ জন, করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা যান ৩ জন।
এ নিয়ে চলতি আগস্টের প্রথম সাত দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে প্রাণহানি ছাড়িয়েছে ১০০। এর মধ্যে করোনায় ৩৯ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৫৫ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ১৬ জনের মৃত্যু হয়।
খুলনায় ৯ জনের মৃত্যু : খুলনার দুটি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে সাতজন ও গাজী মেডিকেলে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন নারী ও দুজন পুরুষের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন নারী ও দুজন পুরুষের মৃত্যু হয়েছে।
মমেকে হাসপাতালে ১২ জনের মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটে করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে নেত্রকোনার দুজন ও ময়মনসিংহের একজন রয়েছেন।
এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুজন, জামালপুর ও শেরপুরের একজন করে রয়েছেন। (ফাইল ছবি)