অনলাইনডেস্ক: সারা দেশের সব জায়গায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১২ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পুরো দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে। দু-এক দিনের মধ্যে লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থলভাগে পৌঁছে তা নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
পরিস্থিতি পর্যালোচনায় সাগরে ৩ নম্বর সর্তক সতর্কতা সংকেত জারি করা হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।