রাজশাহীতে ৭ দিনের সর্বাত্মক লকডাউন

অনলাইনডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (১১ জুন) বিকেল ৫টা থেকে আগামী ১৭ জুন পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির বৃহস্পতিবার (১০ জুন) রাতে সার্কিট হাউজে এক জরুরি সভায় এ ঘোষণা দেন।

হুমায়ুন কবির বলেন, “গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার ছিল ৩৮.৩৩ শতাংশ। কয়েকদিন ধরেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা গেছে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। তাই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

লকডাউনে রোগীবাহী, আম ও পণ্যবাহী এবং জরুরি সেবা ব্যতীত কোনও ধরনের পরিবহণ চলবে না। সব ধরনের দোকানপাট, মার্কেট, গণজমায়েত বন্ধ থাকবে। নগরীতে কোনো ধরনের রিকশা, অটোরিকশাও চলবে না। রেল যোগাযোগও বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

বিকেল ৫টা থেকে লকডাউন শুরুর কারণ জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, “অনেকে রাজশাহী এসেছেন, তারা চলে যাবেন। কিংবা কারও রাজশাহী আসার প্রয়োজন, সে কারণে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। লকডাউনের ঘোষণাটি রাতে দেওয়ার কারণে সবার সুবিধার্থে সময় দেওয়া হলো। শুক্রবার ৫টার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে পারবেন। তারা নিজ গন্তব্যেও থাকতে পারবেন।”

লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।

পুলিশ কমিশনার বলেন, “আমরা নগরবাসীকে অনুরোধ করব তারা যেন ঘরে থাকে। স্বাস্থ্যবিধি মেনে চলে। মাস্ক না পরলে জরিমানাও করা হবে।”

এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক উপস্থিত ছিলেন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যালে করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়। এরমধ্যে রাজশাহীর ৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ৩ জন রয়েছেন।