আগৈলঝাড়া প্রতিনিধিঃ বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা সদরের দলীয়
কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, প্রধান প্রধান সড়কে র্যালী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, জেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম
মোর্তুজা খান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুর রইচ সেরনিয়াবাত, এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সাত্তার মোল্লা, যুগ্ম সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম
বাবুল ভাট্টি, রফিকুল তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, কৃষি বিষয়ক সম্পাদক রমণী কান্ত সরকার, শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম উদ্দিন সরদার, যুবলীগ সভাপতি
সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত,সম্পাদক জাকির হোসেন পাইক প্রমূখ। পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ পরিচালা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।