আগৈলঝাড়ায় বিড়ল প্রজাতির গন্ধ গকুল উদ্ধার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিড়ল প্রজাতির একটি গন্ধ গকুল প্রাণী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার চিকিৎসার পর সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

জানা যায় গত রোববার রাতে উপজেলার পশ্চিম বাগধা গ্রামে লিটু বৈদ্দ্যর দোকানের কাছে বৈদ্যুতিক তারে শর্ট লেগে বিড়ল প্রজাতির একটি গন্ধ গকুল আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

গতকাল আহত গন্ধ গকুল প্রানীটি স্থানীয় যুবকরা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানাযায় প্রাণীটি কিছুটা সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে মুক্ত করা হবে।