কক্সবাজারপ্রতিনিধি : মা-বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণে পাষণ্ড পুত্রের বিরুদ্ধে মামলা করায় বড় ভাইকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ সময় বড় ভাইয়ের কাছ থেকে অস্ত্রের মুখে লুট করে নিয়ে গেছে নগদ ২লাখ ১৩ হাজার টাকা। মঙ্গলবার চকরিয়ার চিরিংগা মাতামুহুরী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, চকরিয়া থেকে পার্বত্য লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে গিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন মৃত আজম উল্লাহর ছেলে হাজী আবুল হোছেন (৮০)। তার সংসারের ৩ ছেলের মধ্যে বড় ছেলে শাহাব উদ্দিন ও ছোট ছেলে সাকেরুল ইসলামে প্রবাসে (বিদেশে) থাকা অবস্থায় মেজ ছেলে শেখাব উদ্দিনের ঠিকানায় যাবতীয় আয়-উপার্জনের টাকা পাঠাতেন।
এ সুবাদে ৩ ভাইয়ের নামে জমি-জমা, দোকান ও সমিল ক্রয়ের কথা বলে পরিবারের সদস্যদের অজান্তে মেজ ছেলে শেখাব উদ্দিনের একার নামেই ক্রয় করেন এবং খতিয়ানসহ যাবতীয় কাগজপত্র সৃজন করেন। এ ব্যাপারে গত ২৫ নভেম্বর পিতা হাজী আবুল হোছেন (৮০) বাদী হয়ে মেজ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে লামা থানায় মামলা করেন। এদিকে ওই মামলায় ক্ষিপ্ত হয়ে বড় ভাই শাহাব উদ্দিনকে প্রাণে হত্যার চেষ্টায় পরিকল্পনা নেয়।
সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে চকরিয়া সদরে আসার পথে মেজ ছেলে শেখাব উদ্দিনের শ্বশুর চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের জালিয়াপাড়া গ্রামের সোলতান আহমদের নেতৃত্বে হামলাকারীরা জালিয়াপাড়া এলাকার বেশ কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মাতামুহুরী ব্রীজ এলাকায় অতর্কিত অবস্থায় গাড়ি গতিরোধ করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।