অনলাইন ডেস্ক : রাজধানীর হাতিরঝিল ও কদমতলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
হাতিরঝিলে দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া কদমতলীতে দুই ট্রাকের সংঘর্ষে চালকের সহকারী মনির হোসেন (৩৫) নামে আরেকজন মারা গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার ভোরে কদমতলী থানার লাল মসজিদ এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাকের হেলপার মনির হোসেন গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে হাতিরঝিলে ঘুরতে আসে। মহানগর প্রজেক্টসংলগ্ন ওভারব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় লাগে। আরাফাত নামে এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিলে রোববার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষীপুর রামগতি উপজেলার মৃত সাইদুল হকের ছেলে আরাফাত।