চৌধুরী মোহাম্মদ শফি: কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া গ্রামে রোববার রাতে ব্যাডমিন্ট খেলতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট (জড়িয়ে)হয়ে এক জেএসসি পরীক্ষার প্রত্যশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, উপজেলার ষোলনল ইউনিয়নের কামারখাড়া গ্রামের পুলিশ সদস্য মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ রবিন (১৩) রোববার রাতে বন্ধুরা সঙ্গে জন্মদিন পালন করার জন্য একত্রি হয়। পরবর্তীতে তারা সবাই ব্যাডমিন্ট খেলতে গিয়ে এক পর্যায় মোঃ রবিন বিদ্যুতের (জড়িয়ে)স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বন্ধুরা তাৎক্ষণিক তাকে কুমিল্লা মুন হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। তার অকাল মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত রবিন এ বছর কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার আসলাম খান স্কুল এন্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান ব্যাডমিন্ট খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে স্কুল ছাত্র রবিনের মৃত্যু হয়। তার পিতা খোরশেদ আলম লক্ষিপুর থানার পুলিশ সদস্য।পুলিশ লাশ উদ্ধার করে তার পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়।