কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে শুরু হয়েছে বীচ ফুটবল। ৮ টি দল এবারের আয়োজনে অংশ নিচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওয়ালটনের সহযোগিতায় ৫ম বারের মত বীচ ফুটবল উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহিদুর রহমান। ১৩ নভেম্বর বেলা ১১ টায় সী গাল সংলগ্ন বীচে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার ফখরুল ইসলাম। ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডাইরেক্টর কবির বিন আনোয়ার ডন,কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু,সহ সভাপতি জসিম উদ্দিন,জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়া,হেড অব প্রোগাম রেডিও টুডে, ডিএসএ ফুটবল সম্পাদক রাশেদ হোসাইন নান্নু,সিনিয়র সদস্য রতর দাশ,খালেদ আজম বিপ্লব,আলী রেজা তসলিম প্রমুখ।
কক্সবাজারে বীচ ফুটবল শুরু
November 13, 2018