নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, বিএনপি-ড. কামাল হুশিয়ার। আমাদের ওপর আঘাত করেন কোনো সমস্যা নাই। কিন্তু জনগণের ওপর হাত দেবেন, পুড়িয়ে মারবেন, আমরা লেবেনচুস চুষব না। শনিবার বিকেলে নারাগণগঞ্জ এক জনসভায় শামীম ওসমান একথা বলেন।
সমাবেশের বক্তৃতায় শামীম ওসমান বলেন, যেই পত্রিকা উলফার টাকায় প্রতিষ্টিত তারা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। ড. কামাল উন্নয়ন দেখে না একথা উল্লেখ করে শামীম ওসমান বলেন, তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখেন না, পদ্মা ব্রিজ দেখেন না। আমার বলতে ইচ্ছা করে, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ।
শনিবার দুপুর তিনটায় সমাবেশ শুরু হয়। শামীম ওসমানের এই সমাবেশকে ঘিরে আগেই উত্তাপ ছড়িয়েছে। সমাবেশকে সফল করতে শামীম ওসমান অনুসারী নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নেন। শামীম ওসমান নিজে ছুটে বেড়ান তার নির্বাচনী এলাকা সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার একাধিক এলাকায়। শামীম ওসমান নেতাকর্মীদের আগেই বলেছিলেন, নারায়ণগঞ্জের ইতিহাসে এই সমাবেশ হবে সর্ববৃহৎ। সারা বাংলাদেশকে জানান দেবো এই সমাবেশ থেকে। (ফাইল ছবি)