অনলাইন ডেস্ক: নোয়াখালীর হাতিয়া উপজেলায় নিজ বাসায় পড়ার টেবিলে সন্ত্রাসীদের গুলিতে নিরব উদ্দিন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় শিশুটির বাবাও গুলিবিদ্ধ হয়েছেন। রোববার রাতে উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ড ভেজুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিরব (১২) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিরাজ উদ্দিনের ছেলে।
হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, আওয়ামী লীগ নেতা মিরাজ উদ্দিনের সঙ্গে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী রাত ৮টার দিকে মিরাজের বাড়িতে ঢুকে হামলা চালায় ও এলোপাতাড়ি গুলি করে। এ সময় মিরাজের ছেলে নিরব টেবিলে বসে বই পড়ছিল। সেখানে সন্ত্রসীদের গুলিতে নিরবসহ পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টায় স্কুলছাত্র নিরব মারা যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরো জানান, এ ব্যাপারে তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।