‘ভুয়া জন্মদিন’ পালন মামলায় খালেদার গ্রেপ্তার বিষয়ে প্রতিবেদন পেছাল

অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫ আগস্ট ‘ভুয়া জন্মদিন’ পালনের অভিযোগের গ্রেপ্তার সংক্রান্ত তামিল দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। বুধবার আদালতে সাবেক এ প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার সংক্রান্ত পুলিশ ওই প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন পুলিশ তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম নতুন এ তারিখ ধার্য করেন।

এর আগে গত বছর ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম এই মামলা দায়ের করেন। ওইদিন বিচারক ওই বছর ১৭ অক্টোবর খালেদা জিয়াকে আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন। এরপর মামলায় গত বছর ২৭ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।