ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জাকির হোসেন সুমন , ইতালি : : ঢাকার কেরানীগঞ্জের ইতালী প্রবাসী আমিরুল ইসলাম (৩৭) ও রানা ( ৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ইতালির ভেনেতো প্রদেশের রবিগো শহরে শুক্রবার স্থানীয় সময় বেলা আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।
একটি মালবোঝাই ভেনগাড়ির সঙ্গে তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নিহত হয়।লাশ হিমাগরে রাখা হয়েছে।প্রশাসনিক কার্যক্রম শেষে লাশ দেশে পাঠানো হবে।
নিহত দুই বাংলাদেশি গ্রীষ্মকালীন ব্যবসা করতেন। তারা ইতালির রসলিনায় বাস করতেন খোজ খবর নিয়ে জানা গেছে রোম প্রবাসী কেরানীগঞ্চের আবুল কালাম সায়মন।