কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বিপনী বিতান বাঙ্গালী বাবুতে চলছে বিশাল মুল্যছাড়। এই প্রসিদ্ব বিপনী বিতানে সব ধরনের পোষাকে পাচ্ছেন ১০% থেকে ৩০ % পর্যন্ত মূল্যছাড়। প্রতিস্টানে ব্যবস্থাপক মোহাম্মদ হান্নান জানান ক্রেতাদের সুবিধার্থে সব ধরনের ব্রান্ড এবং নতুন পোষাকে ১০% থেকে ৩০% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এতে রয়েছে ছোটও বড় দের পাঞ্জাবী, বড়দের জিন্স,গাভাডিং প্যান্ট, গেঞ্জি শার্ট ( হাফ ও ফুল) এছাড়া থ্রিপিচ সেলার করা, সেলাইছাড়া, টপস, ফতোয়া, ছোটদের- জিন্স গাভাডিং প্যান্ট, গেঞ্জি, শার্ট, ফতোয়া, বেবী টপস, বেবী ফ্রগ ইত্যাদি। সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত, নিরাপদে উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ সব ধরনের সুযোগ সুবিধায় নিরাপদে কেনাকাটা করার এক বিস্বস্ত প্রতিস্টান বাঙ্গালী বাবুতে সবাই কে আমন্ত্রন জানিয়েছেন প্রতিস্টানের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি
কক্সবাজারের বাঙ্গালী বাবুতে চলছে বিশাল মুল্যছাড়
June 18, 2017