অনলাইন ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইছাপুর গ্রামে বুধবার দিবাগত রাতে ১৫ দিন বয়সী এক মেয়েকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শিশুটির বাবা আশরাফুল ইসলামকে আটক করেছে।আশরাফুল শিশু মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, ১৫ দিন বয়সী ওই শিশুর নাম আছিয়া খতুন। ওর বাবার নাম আশরাফুল ইসলাম। তার আরেকটি মেয়ে রয়েছে। দ্বিতীয়বারও মেয়ে হওয়ায় তিনি মনঃক্ষুণ্ণ হন। এই নিয়ে স্ত্রীকে বকাবকিও করতেন। বুধবার রাতে তিনি কৌশলে স্ত্রীর কোল থেকে শিশু মেয়ে আছিয়াকে সরিয়ে বাড়ির কাছের একটি পুকুরে ফেলে দেন।
ওসি জানান, বুধবার রাত থেকে শিশুটির খোঁজ মিলছিল না। পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আশরাফুলের কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে, পুকুর থেকে শিশু আছিয়ার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য আছিয়ার লাশ শুক্রবার সকালে সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হবে।