ঝুঝুর সাহায্যে এগিয়ে আসলেন সালমান

বিনোদন ডেস্ক :
সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা টিউবলাইট। এ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। স্বাভাবিকভাবেই হিন্দিতে পারদর্শী নন এ অভিনেত্রী। সে কারণেই কিনা নায়িকার হিন্দি শিক্ষকের দায়িত্ব নিয়েছেন সালমান।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দি ভাষা শিখতে বিশেষ ক্লাস করেছেন ঝু ঝু। হিন্দি উচ্চারণ শিখতে বেশ পরিশ্রম করেছেন তিনি। তবুও এক সময় এসে সঠিকভাবে হিন্দি শিখতে বেশ সময় নিচ্ছিলেন ঝু ঝু, এদিকে নির্মাতা কবির খানও সবকিছু নিখুঁত চান। শেষ পর্যন্ত ঝুঝুর সাহায্যে এগিয়ে আসেন সালমান। তিনি এ অভিনেত্রীকে হিন্দি শেখানোর দায়িত্ব নেন।

সিনেমার শুটিংয়ের সময় প্রত্যেক দৃশ্যের আগে ঝু ঝুর সংলাপ নিয়ে আলোচনা করতেন সালমান। প্রত্যেক লাইনের অর্থ বুঝিয়ে দিতেন। এমনকি লাইনগুলো সহজে কীভাবে মনে রাখা যায় সেই পদ্ধতিগুলোও শিখিয়ে দিতেন।

টিউবলাইট সিনেমাটি প্রযোজনা করছেন সালমানের মা সালমা খান এবং পরিচালনা করছেন কবির খান। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্প। এতে সালমান-ঝু ঝু ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে টিউবলাইট সিনেমাটি।

সহ-অভিনয়শিল্পীদের সঙ্গে সালমান খানের সম্পর্ক সব সময়ই ভালো। শুটিং সেটে বিভিন্নভাবে তাদের সাহায্যও করেন এ অভিনেতা। এর আগে ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্দেজকে হিন্দি ভাষা শিখতে সাহায্য করেছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হলেন ঝু ঝু।