নারায়ণগঞ্জ প্রতিনিধি: : আরও অস্ত্র থাকার সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজ শনিবার বিকেল থেকে এই তল্লাশি শুরু হয়।
এর আগে শরিফুল নামে এক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রূপগঞ্জের পূর্বাচল আবাসিক এলাকার তিন ও পাঁচ নম্বর সেক্টরে অভিযান চালায় গোয়েন্দা ও থানা পুলিশ। অভিযানে এ পর্যন্ত ৬২টি এসএমজি, ৫১টি ম্যাগজিন, পাঁচটি পিস্তল, দুটি ওয়াকিটকি, দুটি রকেট লাঞ্চার, ৫৪টি গ্রেনেড, বিপুল সংখ্যক গুলি, ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।