জাকির হোসেন সুমন, ইতালী :বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকান্ড করার সাংবিধানিক অধিকার ও বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানীর প্রতিবাদ এবং জনগনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়ে ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটি গতকাল ১ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় রাষ্ট্রদূত বরাবর একটি স্বারকলিপি প্রদান করে।
এসময় ইতালীস্থ বাংলাদেশ দূতাবাস ভবনে উপস্থিত ছিলেন ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সহ সভাপতি আবুল কালাম, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ূন কবির, কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি নূরুল আবছার, পান্নু শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ ও সহ সাংগঠনিক সম্পাদক গাজী খোকন সহ ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জানান, রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার তাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সমগ্র বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন এবং তিনি ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় দিবসে রাজনৈতিক দল হিসাবে বিশেষ ভাবে ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটিকে মূল্যায়ন করবেন।
স্বারকলিপিতে উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তর জনগণের সমর্থিত একটি রাজনৈতিক দল। এই দলের চেয়ারপার্সন ও ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দপ্তর ভাঙচুর করে হয়রানী মূলক কর্মকান্ডের নিন্দা জানায়। এছাড়াও রাষ্ট্রপতির কাছে রাজনৈতিক কর্মকান্ড করার অধিকার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করার অনুরোধ করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের পর থেকে রাজনৈতিক কার্যক্রম করতে গিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরোদ্ধে সকল রাজনৈতিক মামলা নি:শর্ত প্রত্যাহারের দাবী জানান।
সাম্প্রতিককালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরোদ্ধে আদালতের রায়ে নির্দোষ প্রমানিত হয়ে খালাস পাবার পর তাকে পুনরায় দোষী সাব্যস্ত করে রায় প্রদান করা এবং অন্যান্য মামলায় জড়িত করে রাজনৈতিক ভাবে নির্বাসিত করার ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন।ইতালী বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন ও সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন রাজনৈতিক সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ পুন:প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখবেন বলে আশা করেন।