কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের হঠাৎ বাজার এলাকার বেড়িবাঁধের পাশে থেকে হাত-পা বাধাঁ ও মাথায় গুলি বিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মো. বেলাল হোসেন জানায়, রবিবার সকালে স্থানীয় এলাকাবাসী হঠাৎ বাজার এলাকার বেড়িবাঁধের পাশে হাত-পা বাধাঁ অবস্থায় মাথায় গুলি বৃদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় পুশিল লাশে পাশ থেকে একটি গুলির খোসা উদ্ধার করে। পুলিশ ধারনা করছে, নিহত ওই যুবককে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে মেরে ফেলে রেখে গেছে দুর্বিত্তরা।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।