মুসলমানদের রামাদানের শুভেচ্ছা জাস্টিন ট্রুডোর!

আন্তর্জাতিক ডেস্ক:  কানাডা ও বিশ্বব্যাপী মুসলমানদের আসন্ন রামাদানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফেসবুকে শেয়ার করা ভিডিওতে জাস্টিন ট্রুডো আশা করেন বিশ্বব্যাপী মুসলমানরা শান্তিপূর্ণ ও পূণ্যময় রামাদান মাস লাভ করবে। ভিডিওটি ফেসবুকে দেখা হয়েছে ৩.৫ মিলিয়ন বার এবং শেয়ার করা হয়েছে অন্তত ৯১,৬৪৩ বার।

৫০ সেকেন্ডের সে ভিডিও বার্তাটি শুরু করেন ‘আসসালামু আলাইকুম’ বলে। এবং বক্তৃতা শেষ করেন ‘রামাদান মোবারক’ বলে।

তার সেই ফেসবুক ভিডিওতে উল্লেখ করেন এই সপ্তাহে বিশ্বজুড়ে মুসলমানদের রামাদান পালনের কথাটি। কীভাবে মুসলিম পরিবার বাসায় ও মসজিদে ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনায় ব্যস্ত সময় কাটাবে। তিনি রামাদানের মাহাত্ম্য নিয়ে বলতে গিয়ে বলেন: ‘এই রামাদান আমাদের স্মরণ করিয়ে দেয় কীভাবে আমরা নিজেদের চেয়ে অন্যের প্রয়োজনে সাড়া দেবো।’

এ বছর কানাডার ১৫০ তম স্বাধীনতা দিবস পালিত হতে যাচ্ছে। দেশটির ১৫০ বছর উদযাপন যেন হয় বহু সংস্কৃতির, বহু ঐতিহ্যের, বহু বিশ্বাসের উদযাপনের। এটাই কানাডাকে বসবাসের একটি সেরা জায়গা বানিয়েছে।

কানাডার উপর মুসলিম কানাডিয়ানদের ভূমিকা নিয়ে ট্রুডো বলেন: ‘মুসলিম কানাডিয়ানরা আমাদের দেশে অনেক বড় অবদান রেখেছে। তারা আমাদের দেশকে সবল, খোলা ও সমণ্বিত (ইনক্লুসিভ)করেছে।’

কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার পক্ষ থেকে ও তার পরিবার ও স্ত্রী সোফির পক্ষ থেকে সব মুসলিমকে রামাদানের শুভেচ্ছা জানিয়েছেন। তার সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি শেষ করেন ‘রামাদান মুবারক’ বলে।