অনলাইন ডেস্ক : রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফকে আদালতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে নাঈমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয় পুলিশ।
দুই ছাত্রী আটকে রেখে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ‘নাঈম আশরাফ’ ওরফে আব্দুল হালিমকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৮ মে ৭ দিনের রিমান্ডে নেয় মামলার তদন্ত সংশ্লিষ্ট সংস্থা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। রিমান্ডে নেওয়ার পর আজ তাঁকে আদালতে হাজির করা হলো।
জানা গেছে, আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন নাঈম। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা করেন ঘটনার শিকার এক ছাত্রী। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের একটি বাড়ি থেকে নাঈম আশরাফকে পুলিশ গ্রেফতার করে। বনানীতে দায়ের করা ধর্ষণ মামলায় নাঈম দুই নম্বর আসামী।
অন্য আসামীরা হলেন, আপন জুলেয়ার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের পুত্র সাফাত আহমেদ, রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। সব আসামীরা ইতোমধ্যে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।