মাহাবুবুর রহমান,কক্সবাজার
বিএনপির ভাইসচেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির বলেছেন, বিএনপি গণমানুষের দল। দেশের মানুষ বিএনপির শাসন চায়। তাই বিএনপিকে বাদ দিয়ে আগামীতে কোনো নির্বাচন করতে দেয়া হবে। যদি তার ষড়যন্ত্র করা হয় তাহলে জনগণ বসে থাকবে না।
শনিবার বিকালে কক্সবাজার জেলা বিএনপির আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মীর নাসির বলেন, ‘মোদি বা ট্রাম ক্ষমতায় বসাতে পারে না। জনগণই ক্ষমতায় বসাতে পারে। তাই ঐক্যবদ্ধ ভাবে দল পরিচালনা করে জনগণ ম্যান্ডেট নেয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের নিরলসভাবে করে যেতে হবে।’
তিনি আরো বলেন, স্বৈরশাসক এরশাদকে ক্ষমতায় বসিয়ে ছিলো আওয়ামী লীগ। ১/১১ এর ফখরুদ্দিন সরকারকেও একই ভাবে ক্ষমতায় বসিয়েছিল তারা। ফখরুদ্দিন সরকারের সব অপকর্ম মেনে নিয়ে ও বৈধতা দেয়ার অঙ্গীকার করে ক্ষমতায় যায় আওয়ামী লীগ। বেগম খালেদা জিয়া স্বৈরচারীদের সাথে কখনো আপোস করে না। তিনি যদি ফখরুদ্দিন সরকারের সাথে আপোষ করতেন তাহলে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারতো।’
বিএনপি এই ভাইসচেয়ারম্যান বলেন, ‘৫ জানুয়ারির ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে আওয়ামী লীগ। ক্ষমতা চেপে ধরে দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে, ‘লুটপাট বন্ধ করতে। না হয় পালানো পথ পাবে না।’ আমরা বলছি তোমাদের পালাতে হবে না। আমরা তোমাদের কিছু করবো না। বরং তোমরা এখনই বিদায় হয়ে যাও। তাহলে দেশ ও মানুষ বেঁচে যাবে।
সাংগঠনিক অবস্থা সম্পর্কে বলেন, ‘দল বড় হলে নেতাও বেশি হবে। এতে কোন্দল হতে পারবে না। নেতৃত্বের জন্য প্রতিযোগিতা হতে পারে এবং তা করতে হবে। যারা দলের মধ্যে কোন্দল সৃষ্টি করতে তাদের বিএনপিতে থাকতে পারবে না।’
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত তৃণমূল সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মৎসীজীবী বিষয়ক সম্পাদক, কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জালাল উদ্দীন মজুমদার।