এবার অভিশাপ দিলেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক:স্বঘোষিত সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের স্ত্রী নায়িকা অপু বিশ্বাস এবার অভিশাপ দিলেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে আমার স্বামীর পেছনে কিছু লোক লেগেছে। তারা একটার পর একটা সমস্যা তৈরি করছে। তারা আসলে শাকিবের ভালো চান না। তিনি বলেন, সর্বশেষ নির্বাচনের দিন রাতে যারা শাকিবকে ডেকেছেন এবং তার ওপর হামলার ইন্ধন দিয়েছেন তাদের আমি অভিশাপ দিচ্ছি। তিনি আরো বলেন, শাকিব খান তার পরিবারকে সময় না দিয়ে চলচ্চিত্রে সময় দিয়েছেন। তার ধ্যান-জ্ঞ্যান চলচ্চিত্র। আজ এর পরিণাম কি এটা হওয়া উচিত?
অপু আরো বলেন, এসব বিষয় নিয়ে আমি ও আমরা প্রতিটি মুহূর্তে টেনশনে আছি। একটা মানুষ এতটা হেনস্থা হচ্ছে আর তার পাশের মানুষগুলো শুধু চেয়ে চেয়ে দেখছেন! সুদিনে শাকিবের পাশে লোকের অভাব দেখিনি। আজ এমন একটি ন্যাক্করজনক ঘটনার বিরুদ্ধে তাদের কণ্ঠ সোচ্চার নয় কেন? কিছু লোকের ইন্ধন রয়েছে বলে শুনেছি। এদের বিচার উপরওয়ালা করবেন।
খবরে প্রকাশ, অঘটন যেন পিছু ছাড়ছে না চিত্রনায়ক শাকিব খানের; যার শুরু প্রিয়তমা স্ত্রী অপু বিশ্বাসের টিভি লাইভ দিয়ে। এর পর পরিচালকদের ছোট করে বক্তব্য দেয়ায় উকিল নোটিশ, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে কাদা ছোড়াছুড়ি, সর্বশেষ বিএফডিসিতে লাঞ্ছনার শিকার। এসব ঘটনা তাকে যেন আকড়ে ধরেছে। কিন্তু কেন এসব হচ্ছে- তা নিয়ে নিয়ে এখন শাকিবের স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসও বেশ চিন্তিত।