কে. এম. রুবেল, ফরিদপুর
দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত হয়ে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী ২০১৮ সালের জুন মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের কাছে গিয়ে বিগত দিনে কি অবস্থা ছিল আর কি উন্নয়ন হয়েছে তা তুলে ধরতে হবে।
শনিবার বিকালে ফরিদপুরের ইমামউদ্দিন স্কয়ারে জেলা শ্রমিকলীগ আয়োজিত মে দিবসে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, ফরিদপুরকে বিভাগ করা হচ্ছে। শিঘ্রই ফরিদপুর বিভাগ হচ্ছে।
শ্রমিকদের উদ্ধেশ্যে তিনি বলেন, ভিহিক্যাল এ্যাক্ট ২০১৭ নিয়ে শ্রমিকদের আপত্তি রয়েছে। কিন্তু শাস্তির বিধান থাকলেই শাস্তি প্রদান করা হয়না। আইনে শাস্তির বিধান থাকলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। তিনি বলেন, শ্রমিক-মালিকদের সাথে আলোচনা করেই এ আইন পাশ করা হবে। ফরিদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আক্কাস হোসেনের সভাপতিত্বে এসময় সদর উপজেলা
চেয়ারশ্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেলী, যুবলীগের এএইচএম ফুয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী বক্তব্য রাখেন।