কে. এম. রুবেল, ফরিদপুর
সম্মন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট এজিইপি প্রকল্পের আওতায় রবি ২০১৬-১৭ মৌসুমে বাস্তবায়িত কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার দক্ষিণ শৌলডুবী আইএফএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদরপুর উপজেলা কৃষি সম্্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রমিক্ষণ অফিসার গোপাল কৃষ্ণ দাস। মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদুল মিরাজ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিমেষ রালা, আব্দুল কুদ্দুস, আয়ুব আলী, ফিরোজ মাতুব্বর।
কৃষক মাঠ স্কুলের মাধ্যমে ৫০জন কৃষক ও কৃষাণীকে প্রশিক্ষন প্রদান করা হয়। মাঠ দিবস শেষে প্রধান অতিথি প্রত্যেকে সনদ পত্র প্রদান করেন।