ইতালির ভেনিসে শরীয়তপুর এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাকির হোসেন সুমন ,  ইতালি :
ইতালির ভেনিসে বৃহত্তর শরীয়তপুর প্রবাসীদেরকে  নিয়ে গঠিত শরীয়তপুর এসোসিয়েশন ভেনিস ইতালির আনন্দঘন পরিবেশে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার স্থানীয় একটি হলরুমে পবিত্র কোর্ আন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
নবগঠিত শরীয়তপুর এসোসিয়েশনের ছৈয়াল রুহুল কে সভাপতি,আল মামুন ঢালী কে সাধারণ সম্পাদক ও মোক্তার মুল্লা কে সাংঘঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং সর্দার সালাউদ্দিন নান্নু কে প্রধান উপদেষ্টা করে ৩২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
রফিকুল ইসলাম ছৈয়াল এর সভাপতিত্বে হান্নান হোসাইন বাবু এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা আবু সাঈদ মাঝি,বিল্লাল হোসেন ঢালী ,হাসান ইমাম,আলাউদ্দিন ফকির,লিটন ঢালী,জাকির ভূঁইয়া, বিল্লাল হোসেন মাঝি, হারুন ফকির, বাবুল ঢালী,জাফর কাজী,যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা কালু,মহিলা সম্পাদিকা সুহেলী আক্তার বিপ্লবী,দেওয়ান সাজেদা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে আগামী দুইমাসের মধ্যে সকল প্রবাসীদেরকে নিয়ে বৃহৎ আকারে জাকজমকপূর্ণ শরীয়তপুর এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান করার ঘোষণা দেন।