বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের সভাপতিত্বে ২ কোটি ৯৮ লাখ ১৮ হাজার ৪৫০ টাকার খসড়া বাজেট ঘোষনা করেন পরিষদের সচিব মোছাঃ কল্পনা খাতুন।
এই বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা প্রকৌশলী মঈন উদ্দিন,
প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আশরাফুল আলম, আব্দুর রশিদ মোল্লা, শাহ আলম, রোকেয়া বেগম, আকলিমা বেগম, জুয়েল সরকার, আব্দুল মমিন, লোকাল গভন্যান্স প্রজেক্টের প্রতিনিধি আব্দুল মমিন তালুকদার, বেলকুচি প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।