জঙ্গি-সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে সফল র‌্যাব : প্রধানমন্ত্রী

একাত্তরলাইভ ডেস্ক :   জঙ্গি-সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমন এবং অস্ত্র-বিস্ফোরক উদ্ধারে র্যাব সফল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদর দফতরে বুধবার সংস্থাটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘র্যাবের অবকাঠামো ও বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত র্যাবের বাজেট দ্বিগুণ হয়েছে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।
২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নেওয়ার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এলিট ফোর্স র্যাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গিবাদ-সন্ত্রাস দমনসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় কাজ করে আসছে র্যাব। তাদের কর্মদক্ষতা ও সাফল্য জনসাধারণের কাছে বিশেষভাবে প্রশংসিত। জঙ্গি দমনের পাশাপাশি পথভ্রষ্ট তরুণদের উগ্রপন্থা থেকে ফিরিয়ে আনতেও সংস্থাটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ২৬ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী হলেও এক মাস পরে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বাহিনীটির গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলের বাইরে হঠাৎ বোমার বিস্ফোরণে আহত হয়ে প্রথমে বাংলাদেশ সামরিক হাসপাতাল ও পরে সিঙ্গাপুরে চিকিৎসার পর ঢাকায় মারা যান। এ জন্য প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পেছানো হয়।