একাত্তরলাইভডেস্ক: সবাইকে অবাক করেছে লন্ডনপ্রবাসী বাক প্রতিবন্ধী সিরাজ আহমেদ ও বাংলাদেশি বাকপ্রতিবন্ধী ফাবিহা খানম পান্নার নির্বাক প্রেম কাহিনী। জানা গেছে বাংলাদেশি বংশোদ্ভূত মৌলভীবাজার সদর উপজেলার লন্ডনপ্রবাসী সিরাজ আহমদ একজন বাক প্রতিবন্ধী। ফেসবুকের মাধ্যমে তার সাথে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকার বড় পিরিজপুর গ্রামের মৃত মুহিবউদ্দিনের তৃতীয় মেয়ে বাক প্রতিবন্ধী ফাবিহা খানম পান্নার পরিচয় হয়। দুই বছর সময়ের ব্যবধানে পরিচয় প্রেমে রূপ নেয়। প্রেমের পরিণতিকে স্থায়ী রূপ দিতে তারা প্রণয়ে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়।
সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে লন্ডন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন সিরাজ আহমদ। অভিভাবকদের মাধ্যমে সিরাজ ও পান্নার বিয়ের দিন হয়েছে ২১ এপ্রিল (শুক্রবার)। নির্বাক সিরাজ ও পান্না প্রেমের কাহিনী ও বিয়ে এখন এলাকার মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে। জানা গেছে সিরাজ আহমেদ সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের মৃত হাজী মখলিছুর রহমানের ছেলে। সে গত ১৩ এপ্রিল লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে এসেছে।