আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিয়েছেন জাতীয় মানবাধিকার ইউনিটি উপজেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে জাতীয় মানবাধিকার ইউনিটির সহ-সভাপতি কাজল দাশগুপ্তের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার ও সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম শামীম, জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় যুগ্ম গণসংযোগ কর্মকর্তা আবদুস ছালেক মামুন, মানবাধিকার ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব, সাংগঠনিক সম্পাদক নরেন্দ্র নাথ হালদার, অর্থ সম্পাদক চঞ্চল তালুকদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জহিরুল ইসলাম, ইউপি সদস্যা পবিত্র রাণী বাড়ৈ, আভা মুখার্জী, বাপ্পী হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, ওয়াসিম ভুঁইয়া সেলিম, যুগ্ন সম্পাদক এসএম ওমর আলী সানি, সাবেক সাধারণ সম্পাদক তপন বসু, প্রবীর বিশ্বাস ননী, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জয় রায় প্রমুখ।