নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সোয়া ১১টার দিকে হাসপাতালের কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
তবে আগুন তেমন কোনো ক্ষতি হয়নি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতালের জনসংযোগ শাখার কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানান, সকাল সোয়া ১১টার দিকে হাসপাতালের কেবিন ব্লকের আন্ডারগ্রাউন্ডে আগুন লাগে। সেখানে অক্সিজেনের সিলিন্ডার রাখা ছিল।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে আসার আগেই আমরা আগুন নিভিয়ে ফেলি। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’