বেলকুচিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাধ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা  কমিউনিটি পুলিশিং ও বেলকুচি থানার যৌথ উদ্যোগে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়। ওপেন হাউজডে অনুষ্ঠানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ সামাজিকীস্থিতিশীলতা নির্মূলকল্পে সচেনতা সূষ্টি উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।
বেলকুচি থানা পুলিশ ও পুলিশিং ফোরামের আয়োজনে বুধবার দুপুরে বেলকুচি থানা চক্তরে অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজডের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শাহীনুর আলম খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, দপ্তর সম্পাদক আলহাজ গাজী আব্দুল মালেক তালুকদার, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, সদর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মীর্জা সোলায়মান হোসেন, বেলকুচি পৌর পুলিশিং ফোরামের সদস্য সচিব আলহাজ বদিউজ্জামা বদি প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের মেম্বর, ইমাম, সুশিলসমাজ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক গণ এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।