যশোরে ট্রাকচাপায় ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত

যশোর প্রতিনিধি:
যশোরে ট্রাকচাপায় ওষুধ কোম্পানির কর্মকর্তা আজম হোসেন (৪৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বকচর এলাকার র্যাব অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আজম হোসেন যশোর সদরের কচুয়া এলাকার আবদুল মজিদের ছেলে। তিনি নীপা ফার্মাসিটিক্যালের যশোর জোনাল ম্যানেজার।
যশোর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজম হোসেন মোটরসাইকেল চালিয়ে মুড়ালি বকচর হয়ে শহরের দিকে আসছিলেন।
র‌্যাব অফিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় আজম ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।