জাকির হোসেন সুমন , ইতালী :
ইতালির মিলানে বৃহত্তর নোয়াখালী সমিতির নব নির্বাচিত কমিটি সহ কার্যকরী কমিটির সকল সদস্য এবং সমিতির উপদেষ্টাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সমিতির নবনির্বাচিত সভাপতি মীর হোসেন বিপ্লব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সমিতির সাধারণ সম্পাদক কার্যকরী কমিটির পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ এবং পরিচয় করিয়ে দেন এবং সমিতির সভাপতি উপদেষ্টা পরিষদের নাম প্রকাশ ও পরিচয় করিয়ে দেন। পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা হারুন উর রশিদ,খোরশেদ আলম,ওহিদুর রহমান,সমিতির নির্বাচিত সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া,যুগ্ম সম্পাদক খুরশিদ আলম,অর্থ সম্পাদক বাবলু উদ্দিন, প্রচার সম্পাদক এনামুল হক রিমন,যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ,সেলিম আহমেদ,মোহাম্মদ বাকের প্রমুখ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির,প্রবীণ আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন,লোম্বার্দিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান।
পরিচিতি সভায় মিলানের সকল আঞ্চলিক সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে মিষ্টিমুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।