ডিসেম্বরে মূল্যস্ফীতি ৫৩ মাসের মধ্য সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক
সদ্য সমাপ্ত ২০১৬ সালের ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল গত ৫৩ মাসের মধ্যে সবচেয়ে কম। এ সময় দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে শেষে পরিকল্পমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্যস্ফীতি সেই লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে। এ জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। পরিকল্পনামন্ত্রী জানান, ডিসেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ এবং শহর অঞ্চলে ৬ দশমিক ০৭ শতাংশ।