রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাহাত হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ভেলুয়ার ব্রিজ নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রাহাতের বিরুদ্ধে পুলিশ সদস্য আব্দুর রহিম হত্যাসহ একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাহাত একই উপজেলার বুজরুক সন্তোষপুর এলাকার মৃত শহিদুল্ল্যাহর ছেলে।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে রাহাতকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্রের সন্ধান দিলে ভোরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়।
এসময় ভেলুয়ার ব্রিজ এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত রাহাত নিহত হয়।
এসময় মিঠাপুকর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপনসহ এক কন্সটেবল আহত হন এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।