কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ৩১ ডিসেম্বর হতে এ.কে. এম. মোজাম্মেল হক জেলা ভলিবল লীগ-২০১৬ এর শুভ উদ্বোধন হয়েছে। এই উপলক্ষে বিকাল ৪টায় বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলা ভলিবল লীগের শুভ সূচনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু। এ সময় তিনি কক্সবাজারের রাজনৈতিক সিংহ পুরুষ জেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত এ.কে.এম মোজাম্মেল হক এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্বা জানান এবং ওনার পরিবারের পক্ষে স্পন্সরকে অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে ক্রীড়া উন্নয়নে অবদান রাখার আহবান জানায়, ডিএসএ সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভলিবল সম্পাদক ও ডিএসএ নির্বাহী সদস্য আমিনুল ইসলাম মুকুল। এতে বিশেষ অথিতি ছিলেন ডিএসএ অতিরিকÍ সাধারণ সম্পাদক আবছার উদ্দিন,যুগ্ন সম্পাদক হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য ও ভলিবল লীগ স্পন্সর শাহিনুল হক মার্শাল, নির্বাহী সদস্য রাশেদ হোসাইন নান্নু, প্রভাষক জসিম উদ্দিন, রতন দাশ, খালেদ মোঃ আজম বিপ্লব, আলহাজ্ব শফিকুর রহমান কোং, ওমর ফারুক ফরহাদ, সুবীর বড়–য়া ভুলু,আলী রেজা তসলিম। উদ্বোধনী দিনের খেলায় চকরিয়া পৌর ভলিবল সমিতি ২-০ সেটে খুটাখালী ক্রীড়া সংস্থাকে, নবারুন সংঘ কুতুবদিয়া ২-০ সেটে ডুলাহাজারা ক্রীড়া সংঘ, এবং খুটাখালী ক্রীড়া সংস্থা ২-০ সেটে অংশীদার যুব সংঘকে হারিয়ে জয় লাভ করে। খেলা পরিচালনা করেন আবুল কাশেম কুতুবী, ক্রীড়া শিক্ষক আমিনুল হক, ফরিদুল আলম, আবু বকর,মোঃ আরিফ। উল্লেখ্য এবারের জেলা লীগে ২২ টি দল অংশ নিচ্ছে।