মো. ইব্রাহিম খলিল, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় এক শ’ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হোমনা থানা পুলিশ। এরা হলো জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দ. তেতাভূমি গ্রামের আলমগীর হোসেনের ছেলে কবির হোসেন (২৭) ও একই উপজেলার শানলা গুচ্ছগ্রামের মো. সবুজ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের কুমিল্লা কোর্টে পাঠানো হয়েছে।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী বলেন, বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানকালে এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হোমনা-কাশিপুর সড়কের পাশে ভূঁইয়া বাড়ির সামনে থেকে এক শ’ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। এরা কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে একটি এপাচি আরটিআর (কুমিল্লা ল- ১১-৫৭৪৯) মোটর সাইকেলযোগে নিষিদ্ধ মাদক ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে হোমনায় আসছিল। তাদের বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে মামলা হয়েছে।