কে. এম. রুবেল, ফরিদপুর:
কৃষিক্ষেত্রে অগ্রগতি, উন্নয়নে বর্তমান অবস্থা, সম্ভাবনা অনুসন্ধানে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা এবং ভবিষৎ কর্ম পরিকল্পনা প্রনয়নের রূপরেখা গ্রহণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান। অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্র সারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের আয়োজনে উপপরিচালক এর প্রশিক্ষণ হল রুমে বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্বে করেন কৃষি সম্প্র সারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাস। কর্মশালায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ওমর আলী শেক, ফরিদপুর কৃষি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম চৌধুরী। কর্মশালায় দক্ষিণ অঞ্চলে আগামীতে কৃষিকে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় ফরিদুপর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।