৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করবে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্রের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক যৌথসভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।
১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল করার লক্ষে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঢাকার পার্শ্ববর্তী জেলা (ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর) ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের সমন্বয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের ‘বিজয় দিবস’ উপলক্ষে ৫ জানুয়ারি সারাদেশের জেলা-উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীতে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের উদ্যোগে রাসেল স্কয়ারে ও বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওই দিন ঢাকা বাদে সারাদেশে কালো পতাকা মিছিল করবে দলটি।  নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে করতে চায় দলটি।
আওয়ামী লীগের যৌথসভায় জেলার নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।