শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করতেই এসব পরীক্ষা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আরো বেশি আত্মবিশ্বাসী করে গড়ে তুলতেই এসব পরীক্ষার প্রচলন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পিইসি, জেএসসি, জেডিসি ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপরই নিজের বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ছেলে মেয়েরা সরাসরি এসএসসি পরীক্ষা দিতে গেলে দেখা যায় যে তাদের মাথা ঘুরায়, জ্বর আসে, বমি বমি ভাব হয়, তারা নার্ভাস হয়ে পড়ে। আর ছেলেমেয়েরা যতটা না নার্ভাস হয় তার থেকে বেশি নার্ভাস হয়ে পড়ে তাদের বাবা মায়েরা। এই পরিস্থিতিতে যেন তাদের না পড়তে হয় সেজন্যই এই পরীক্ষার ব্যবস্থা করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ছোটবেলাতেই শিশুটির একটি বোর্ড পরীক্ষার সার্টিফিকেট হয়। সেটা অনেকে বাধাই করে ঘরে রাখে। সেটাও তাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। সে মনে করে, কিছু একটা পেলাম, তার মনে একটি বিশ্বাস জন্ম নেয়।

এসময় শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চাইলে শিক্ষিত দেশ গড়তে হবে। মহান মুক্তিযুদ্ধ আমাদের সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। বিশ্বের বুকে টিকে থাকতে হলে নিজেদের শিক্ষিত করতে হবে।