মো. ইব্রাহিম খলিল, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ৪ নং ওয়ার্ডের জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের মূল্যবান প্রদান করেন। এতে চেয়ারম্যান পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সাজ্জাদ হোসেন (আনারস) প্রতীকে ৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। আওয়ামীলীগ সমর্থিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াল এডমিরাল অব. আবু তাহের (চশমা) প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট।২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সরকার সেলিনা রহমান (বই) প্রতীকে ৭০ ভোট পেয়ে বিজয়ী হন। সংরক্ষিত মহিলা আসনে সম্মিলিতভাবে শিরিন সুলতানা (ফুটবল) বিজয়ী হন। ৪নং ওয়ার্ড হোমনা থেকে সদস্য পদে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন খন্দকার (ঘুড়ি) প্রতীকে ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম কিশোর (তালা) প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট। হোমনাকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১৩২। এতে মোট বৈধ ভোট পড়ে ১২৯ টি।