কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সাবেক এমপি মোস্তাক চেয়ারম্যান নির্বাচিত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সাবেক সংসদ সদস্য বর্তমান জেলা পরিষদের প্রশাসক আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খান বাহাদুর মোস্তাক আহাম্মদ চৌধুরী, তিনি ৭৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মাহামুদ চৌধুরী পেয়েছে ২১৯ ভোট।
২৮ ডিসেম্বর উৎসব মুখর পরিবেশে কক্সবাজারের ১৫ টি কেন্দ্রে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন চলে, প্রশাসনের কড়া নজরদারীতে প্রতিটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিপুল সংখ্যাক আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে জেলা ৭১ টি ইউনিয়ন এবং ৪ টি পৌরসভা আর ৮ টি উপজেলা পরিষদের মোট ১০০৩ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করে। এতে সর্বোচ্চ ভোট পেয়ে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক খান বাহাদুর মোস্তাক আহাম্মদ চৌধরী, তার প্রাপ্ত ভোট ৭৬৮। তার নিকটতম প্রতিদন্ধি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টি নেতা সালাউদ্দিন মাহামুদ চৌধুরী পেয়েছেন ২১৯ ভোট। এদিকে জেলা পরিষদের সদস্য পদে যথাক্রমে কক্সবাজার সদর আসন থেকে মাহামুদুল করিম মাদু, ঈদগাও থেকে সোহেল জাহান চৌধুরী,রামু থেকে শামসুল আলম মন্ডল,  চকরিয়া থেকে জাহেদুল ইসলাম লিটু, ডুলাহাজারা থেকে সোলতান আহাম্মদ, উখিয়া থেকে হুমায়ন কবির চৌধুরী, টেকনাফ থেকে শফিক মিয়া,মহেশখালী থেকে রুহুল আমীন,
এছাড়া সংরক্ষিত মহিলা আসনে কক্সবাজার সদর থেকে তাহমিনা ইসলাম লুনা, উখিয়া থেকে আশরাফ জাহান কাজল, মহেশখালী থেকে মারুফা জান্নাত,